Sunday, August 2, 2015
Minar - Abar Jokhon
Title: Abar Jokhon
Artist: Minar
Album: Aari
আবার যখন আকাশ হয়ে
বৃষ্টিজলে আটকে পড়ে
তোমায় দেখবো
তখন তুমি ফিরিয়ে দিও না
আবার যখন অন্তরালে একলা হয়ে অন্ধকারে
তোমায় ভাববো তখন তুমি অভিমান কোরোনা
আবার যখন জোছনা রাতে শিশির ভেজা ঘাসের মাঝে
থাকব বসে একা তখন তুমি প্রশ্ন করো না
আবার যখন পথহারা পথে অবচেতনার অন্ত্যমিলে
ছুটতে থাকি আমি তখন তুমি পিছু ডাক দিওনা
যখন নিঝুম রাতের তারা একফালি চাঁদ জোছনা ভরা
জোনাকির আলোয় হাত বাড়িয়ে আমায় ডাকে না
যখন মোহের অন্তরালে রঙিন কোন স্বপ্নজলে
আমার ছোট নাওয়ের মাঝি ভিড়তে পারে না
যখন নিঝুম রাতের তারা একফালি চাঁদ জোছনা ভরা
জোনাকির আলোয় হাত বাড়িয়ে আমায় ডাকে না
যখন মোহের অন্তরালে রঙিন কোন স্বপ্নজলে
আমার ছোট নাওয়ের মাঝি ভিড়তে পারে না
তখনও তোমায় ভালোবাসি
তখনও তোমায় ভালোবাসি
তখনও তোমায় ভালোবাসি
Subscribe to:
Post Comments (Atom)
Minar rahman all songs are so incredible and very very heart touching. Minar's Bangla Songs Lyrics are written by him slef and all lyrics are so meaningful and direct touch in my mind.
ReplyDeleteGood Song....
ReplyDeletemelodylyric.com
Minar all song heart touching & mind blowing
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteShraban
ReplyDelete