Sunday, August 2, 2015

Minar - Abar Jokhon


Title: Abar Jokhon
Artist: Minar
Album: Aari

আবার যখন আকাশ হয়ে
বৃষ্টিজলে আটকে পড়ে
তোমায় দেখবো
তখন তুমি ফিরিয়ে দিও না
আবার যখন অন্তরালে একলা হয়ে অন্ধকারে
তোমায় ভাববো তখন তুমি অভিমান কোরোনা


আবার যখন জোছনা রাতে শিশির ভেজা ঘাসের মাঝে
থাকব বসে একা তখন তুমি প্রশ্ন করো না
আবার যখন পথহারা পথে অবচেতনার অন্ত্যমিলে
ছুটতে থাকি আমি তখন তুমি পিছু ডাক দিওনা

 
যখন নিঝুম রাতের তারা একফালি চাঁদ জোছনা ভরা
জোনাকির আলোয় হাত বাড়িয়ে আমায় ডাকে না
যখন মোহের অন্তরালে রঙিন কোন স্বপ্নজলে
আমার ছোট নাওয়ের মাঝি ভিড়তে পারে না


যখন নিঝুম রাতের তারা একফালি চাঁদ জোছনা ভরা
জোনাকির আলোয় হাত বাড়িয়ে আমায় ডাকে না
যখন মোহের অন্তরালে রঙিন কোন স্বপ্নজলে
আমার ছোট নাওয়ের মাঝি ভিড়তে পারে না

 
তখনও তোমায় ভালোবাসি
তখনও তোমায় ভালোবাসি
তখনও তোমায় ভালোবাসি
Read More

About The Blog

Sometimes, life hands you a chance. It hands you something amazing, you almost think it’s a dream, but no matter how much you pinch yourself, you don’t wake up. It’s moments like those that make life really worth living, because no matter how hard times get, there are always those miracle moments that lift you back on your feet. When pain brings you down, don't be silly, don't close your eyes and cry, you just might be in the best position to see the sun shine...@Zulfekar Shumon

Popular Lyrics

Get in Touch

Name

Email *

Message *

Developed By ZULFEKAR SHUMON