Monday, April 20, 2015

Imran - Bolte Bolte Cholte Cholte

Bolte Cheye Mone Hoy..
Bolte tobu dey na hridoy..
Koto-ta tomay valobashi..

Cholte Giye Mone Hoy
Duratta kichu noy
Tomari kachei fire ashi..

Tumi Tumi Tumi Sudhu Ei Moner,
anachey kanachey..
Sotti bolo na keu ki prem hina
kokhono banchey [x2]

Bolte Cheye Mone Hoy..
Bolte tobu dey na hridoy..
Koto-ta tomay valobashi..

Megher Khame Aaj Tomar Naame
Uro chithi pathiye dilam..
Pore niyo, Tumi miliye neo
Khub jotoney ta likhechilam.. [x2]

O.. Chay Pete Aro Mon
Peye-o eto kache..

Bolte Cheye Mone Hoy..
Bolte tobu dey na hridoy..
Koto-ta tomay valobashi..
Mon Alpotey, Priyo Golpotey
Kolponay swapna ankey..
Bhul truti abegi khunshuti,
sarakhon tomay chuye rakhe.. [x2]

O.. Chay Pete Aro Mon
Peye-o eto kache..

Bolte Cheye Mone Hoy..
Bolte tobu dey na hridoy..
Koto-ta tomay valobashi..
----------------------------------------------------
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালবাসি ।

চলতে গিয়ে মনে হয়
দূরত্ব কিছু নয়
তোমারি কাছেই ফিরে আসি ।

তুমি তুমি তুমি শুধু এই মনের
আনাচে কানাচে,
সত্যি বল না কেউ কি প্রেমহীনা
কখনো বাঁচে ।

তুমি তুমি তুমি শুধু এই মনের
আনাচে কানাচে,
সত্যি বল না কেউ কি প্রেমহীনা
কখনো বাঁচে ।

বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয় না হৃদয়
কত টা তোমায় ভালবাসি ।

মেঘের খামে আজ তোমার নামে
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম
পড়ে নিয়ো , তুমি মিলিয়ে নিয়ো
খুব যতনে তা লিখেছিলাম ।

মেঘের খামে আজ তোমার নামে
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম
পড়ে নিয়ো , তুমি মিলিয়ে নিয়ো
খুব যতনে তা লিখেছিলাম ।

ও চায় পেতে আরও মন
পেয়েও এত কাছে ।

বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয় না হৃদয়
কত টা তোমায় ভালবাসি ।

মন অল্পতে , প্রিয় গল্পতে
কল্পনায় স্বপ্ন আঁকে ,
ভুল ত্রুটি,আবেগী খুনসুটি
সারাক্ষণ তোমায় ছুয়ে রাখে ।

মন অল্পতে , প্রিয় গল্পতে
কল্পনায় স্বপ্ন আঁকে ,
ভুল ত্রুটি,আবেগী খুনসুটি
সারাক্ষণ তোমায় ছুয়ে রাখে ।

ও চায় পেতে আরও মন
পেয়েও এত কাছে ।

বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয় না হৃদয়
কত টা তোমায় ভালবাসি ।


No comments:

Post a Comment

About The Blog

Sometimes, life hands you a chance. It hands you something amazing, you almost think it’s a dream, but no matter how much you pinch yourself, you don’t wake up. It’s moments like those that make life really worth living, because no matter how hard times get, there are always those miracle moments that lift you back on your feet. When pain brings you down, don't be silly, don't close your eyes and cry, you just might be in the best position to see the sun shine...@Zulfekar Shumon

Popular Lyrics

Get in Touch

Name

Email *

Message *

Developed By ZULFEKAR SHUMON