Monday, April 20, 2015
Imran - Bolte Bolte Cholte Cholte
Bolte tobu dey na hridoy..
Koto-ta tomay valobashi..
Cholte Giye Mone Hoy
Duratta kichu noy
Tomari kachei fire ashi..
Tumi Tumi Tumi Sudhu Ei Moner,
anachey kanachey..
Sotti bolo na keu ki prem hina
kokhono banchey [x2]
Bolte Cheye Mone Hoy..
Bolte tobu dey na hridoy..
Koto-ta tomay valobashi..
Megher Khame Aaj Tomar Naame
Uro chithi pathiye dilam..
Pore niyo, Tumi miliye neo
Khub jotoney ta likhechilam.. [x2]
O.. Chay Pete Aro Mon
Peye-o eto kache..
Bolte Cheye Mone Hoy..
Bolte tobu dey na hridoy..
Koto-ta tomay valobashi..
Mon Alpotey, Priyo Golpotey
Kolponay swapna ankey..
Bhul truti abegi khunshuti,
sarakhon tomay chuye rakhe.. [x2]
O.. Chay Pete Aro Mon
Peye-o eto kache..
Bolte Cheye Mone Hoy..
Bolte tobu dey na hridoy..
Koto-ta tomay valobashi..
----------------------------------------------------
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালবাসি ।
চলতে গিয়ে মনে হয়
দূরত্ব কিছু নয়
তোমারি কাছেই ফিরে আসি ।
তুমি তুমি তুমি শুধু এই মনের
আনাচে কানাচে,
সত্যি বল না কেউ কি প্রেমহীনা
কখনো বাঁচে ।
তুমি তুমি তুমি শুধু এই মনের
আনাচে কানাচে,
সত্যি বল না কেউ কি প্রেমহীনা
কখনো বাঁচে ।
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয় না হৃদয়
কত টা তোমায় ভালবাসি ।
মেঘের খামে আজ তোমার নামে
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম
পড়ে নিয়ো , তুমি মিলিয়ে নিয়ো
খুব যতনে তা লিখেছিলাম ।
মেঘের খামে আজ তোমার নামে
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম
পড়ে নিয়ো , তুমি মিলিয়ে নিয়ো
খুব যতনে তা লিখেছিলাম ।
ও চায় পেতে আরও মন
পেয়েও এত কাছে ।
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয় না হৃদয়
কত টা তোমায় ভালবাসি ।
মন অল্পতে , প্রিয় গল্পতে
কল্পনায় স্বপ্ন আঁকে ,
ভুল ত্রুটি,আবেগী খুনসুটি
সারাক্ষণ তোমায় ছুয়ে রাখে ।
মন অল্পতে , প্রিয় গল্পতে
কল্পনায় স্বপ্ন আঁকে ,
ভুল ত্রুটি,আবেগী খুনসুটি
সারাক্ষণ তোমায় ছুয়ে রাখে ।
ও চায় পেতে আরও মন
পেয়েও এত কাছে ।
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয় না হৃদয়
কত টা তোমায় ভালবাসি ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment