Tumi mistrito logno madhurir jole veja kobitae
Acho sarowardi serebanglae vashanir sesh icchae
Tumi bongo bondhur rokte agun dhora jala moi se vashon
Tumi dhaner shishe mishe thaka shohid Ziar shopon
Tumi chele hara ma jahanara imamer ekattorer din guli
tumi joshimuddiner nokhsikathar math mutho mutho shonar dhuli
tumi 30 kinba tar odhik lakho shohider pran
tumi shohid minarer provat ferir bhai hara 21 er gaan
Amar shonar bangla ami tomae valobashi
jonmo diacho tumi mago tai tomae valobashi
amar praner bangla ami tomae valobashi
praner prio ma toke boro beshi valobashi
tumi kobi nojruler biddrohi kobita unnoto momo shir
tumi rokter kalite lekha naam saat srestho bir
tumi shurer pakhi abbaser dorod vora shei gaan
tumi abdul alimer sorbonasha podda nodir taan
tumi shufia kamaler kabbo bhashe narir odhikar
tumi sadhin bangla betar kendrer sanito churir dhar
tumi joenul abidin sm sultaner rong tulir achor
shohidullah kaiser munir choudurir notun dekha sei vor
Tumi bistrito logno madhurir jole veja kobitae
tumi bangalir gorbo bangalir prem prothom o shesh chowae
Tumi bongo bondhur rokte agun dhora jala moi se vashon
Tumi dhaner shishe mishe thaka shohid jiar shopon
tumi ekti fulke bachabo bole beje otho shumodhur
tumi rage onuraage mukti shongrame shona jhora shei roddur
tumi protiti pongu mukti joddhar obimaner shongsar
tumi krondon tumi haashi tumi jagroto shohid minar
Amar shonar bangla ami tomae valobashi
jonmo diacho tumi mago tai tomae valobashi
amar praner bangla ami tomae valobashi
praner prio ma toke boro beshi valobashi
--------------------------------------
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন,
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শীর
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ট বীর
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত ছুরির ধার
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলীর আঁচড়
শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর,
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামের সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।